জয়পুরহাটের কালাইয়ে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকালে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদা’র এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ।
জানাগেছে, প্রতি বছরের মতো এবছর ও ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা। তিনদিন ব্যাপী এ মেলার প্রথম দিনে শোভাযাত্রা, বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন, ওয়েব ডেভেলপমেন্ট কন্টেস্ট, কুইজ কনটেস্ট, রোবোসোকার গেম ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন শিক্ষার্থীরা।
দ্বিতীয় দিনে থাকবে, অভিভাবক সংবর্ধনা, জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, শিক্ষক-স্টাফদের ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৃতীয় দিনে চ্যানেল আই এর জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদানের কথা রয়েছে।
বিজ্ঞান মেলায় স্কুলের সায়েন্স, কম্পিউটার ও স্পোর্ট ক্লাব, টিচিং এডভাইজর ডিপার্টমেন্ট, স্টুডেন্ট কাউন্সিলর ডিপার্টমেন্ট, আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগার ও স্কুল লাইব্রেরি, শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট সহ মোট ১৬টি স্টল অতিথিরা পরিদর্শন করেন।
মেলা চলাকালীন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেক দর্শনার্থী মেলা দেখতে আসে। দিন ব্যাপী আনন্দঘন সময় অতিবাহিত করতে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর