সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযান পরিচালনা করে প্রায়ই ২ কিলোমিটার ৫০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার তৈয়বপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই কিলোমিটার জুড়ে ৫০০ বাসাবাড়িতে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এবং সেই সাথে রান্নার কাজে ব্যবহৃত চুলা ও রাইজারও জব্দ করা হয়েছে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড'র জোনাল ম্যানেজার আবু-সালেহ-মোহাম্মদ খাদেমুদ্দিন ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড'র প্রকৌশলী আবু শাহাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাভার তিতাসের উপ-ব্যাবস্থাপক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড'র জোনাল ম্যানেজার আবু-সালেহ-মোহাম্মদ খাদেমুদ্দিন বিডি২৪ লাইভ ডটকম'কে বলেন, আমরা এই এলাকায় প্রায় ২ কিলোমিটার জুড়ে ৫০০ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এবং এর সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অভিযানে চুলা ও রাইজার জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর