যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যায় পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজে বার্তাটি প্রকাশ করা হয়েছে।
সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় বাংলাদেশ সরকার ও দেশের মানুষের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়বারের মতো আপনাকে নির্বাচিত করা এটা প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব ও দূরদর্শিতায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের চিন্তা প্রতিধ্বনিত হয়।”
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস আছে জানিয়ে ড. ইউনূস বলেন, “টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি সেই সম্পর্ক ও অংশীদারত্ব আরও এগিয়ে নিতে চাই।”
এর আগে বাংলাদেশ সময় দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ অনেকেই জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষেও ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. মুহাম্মদ ইউনূস।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর