জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রেললাইনের ধারে খেলার সময় ট্রেনের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম জারা আক্তার (৪)।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার সাতপোয়া গ্রামের জামতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা ইউনুস মাস্টার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জারা আক্তার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের ইউনুস মাস্টারের মেয়ে। তারা সম্প্রতি সাতপোয়া জামতলা মোড় এলাকায় বাসা নিয়ে বসবাস করছিলেন। এদিন সকালে, শিশুটি রেললাইনের ধারে খেলা করছিল। হঠাৎ করে জামালপুরগামী লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতাল নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটে। দ্রুত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে শিশুটি মারা যায়।
সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, "ট্রেনের ধাক্কায় আহত হয়ে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত জামালপুরে স্থানান্তর করা হয়।"
এদিকে, এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের পাশে খেলা এবং ট্রেন চলাচলের সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর