পণ্য কিনলে মূল্যছাড়সহ ইন্দোনেশিয়ায় হানিমুন যাওয়ার সুযোগ সম্বলিত ‘হানি বার্ড’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার পণ্যের চেইন শপ রিগ্যাল এম্পোরিয়াম। ইন্দোনেশিয়ার বালিতে হানিমুনে যাওয়ার সুযোগ ছাড়াও ওয়েডিং সিরিজের ফার্নিচারে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ—আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, “বিয়ের মৌসুমে নব্য বিবাহিতদের স্বপ্নপূরণে রিগ্যাল এম্পোরিয়াম দিচ্ছে কি¤প্রহেন্সিভ সল্যুশন। ‘হানি বার্ড’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রিগ্যাল এম্পোরিয়াম তথা রিগ্যাল ফার্নিচারকে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ ফার্নিচার ও হোম ডেকর পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর”।
আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, “ক্রেতাদের আরও ভালো শপিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য আমরা সেবার মানবৃদ্ধিসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। এর ফলে ক্রেতারা কেনাকাটা করতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আশা করছি, এই অফারটি আমাদের সম্মানিত ক্রেতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করবে”।
অনুষ্ঠানে রিগ্যাল ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন, রিগ্যাল ফার্নিচারের হেড অব মার্কেটিং চিত্ত রঞ্জন, রিগ্যাল এম্পোরিয়ামের প্রধান বিক্রয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিগ্যাল এম্পোরিয়াম থেকে যেকোনো ফার্নিচার কিনে এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ক্রেতারা। এ ক্যাম্পেইনটি চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। প্রতি মাসে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম, আর ক্যাম্পেইন শেষে বিজয়ীদের পাঠানো হবে ইন্দোনেশিয়ার বালিতে।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ১৫০টি শোরুম রয়েছে। এসব শোরুমের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও স্টাইলিশ ফার্নিচার পণ্য ও সেবা পাচ্ছেন ক্রেতারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর