পর্যটকদের ভ্রমণে বান্দরবান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার পর্যটকদের আকৃষ্ট করতে বিশাল ছাড়ের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। হোটেল মোটেল রিসোর্ট থেকে শুরু করে পর্যটকদের পরিবহনে যানবাহন এমনকি রেস্টুরেন্ট ও ন্যাচারাল পার্ক গুলিতেও ছাড় দেওয়া হয়েছে।
হোটেল মোটেল রিসোর্ট গুলোতে ২৫ থেকে ৩০ শতাংশ, যানবাহন গুলোতে ২০ শতাংশ রেস্টুরেন্টগুলোতে ১০ শতাংশ ও ন্যাচারাল পার্কে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের গ্র্যান্ড ভ্যালি হোটেল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
নাসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিরাজুল ইসলাম, জসীম উদ্দীন, গিয়াস উদ্দিন মাস্টার প্রমুখ।
ব্যবসায়ীরা জানান বান্দরবানে পর্যটকদের আগমন বাড়াতে ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে পর্যটন খাত লোকসানের মুখে পড়লেও দীর্ঘদিন পর পর্যটকরা যাতে বান্দরবানে স্বাচ্ছন্দ্যে বেড়াতে পারেন তার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ছাড় দেয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচির পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গত ৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের উপর প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত পহেলা নভেম্বর থেকে এসব নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেওয়া হয়। এখনো বান্দরবানের সন্ত্রাস প্রবণ এলাকা রুমা রোয়াংছড়ি ও থানচিতে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা রয়ে গেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর