জয়পুরহাটে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা সংক্রান্ত মামলায় এক যুবককে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে আদালত। অপহরণ করার অভিযোগে ওই আসামিকে একই মামলায় আরও ১৪ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত রুবেল হোসেন (২৭) জেলার কালাই উপজেলার মাধাই গ্রামের আফছার হোসেনের পুত্র।
বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) আব্দুল মোক্তাদির এ রায় প্রাণ করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী। জামিনে থাকা আসামি পলাতক রয়েছেন বলেও তিনি জানান।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ জুলাই কালাই উপজেলার এক কিশোরী বাড়ি থেকে সকাল ৯ টার দিকে বের হয়ে কালাই পৌর এলাকার পাচশিরা বাজারের দিকে আসেন। সেখানে রাস্তা থেকে রুলেন হোসেন মেয়েটি জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। তাকে বগুড়ার মহাস্থান এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে কালাই থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। কালাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস শুকুর মামলাটি তদন্ত করে আসামি রুবেলের বিরুদ্ধে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।
সরকারি পক্ষের আইনজীবী এ্যাড : ফিরোজা চৌধুরী জানান, পলাতক আসামি রুবেল কে গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।
শাকিল/সাএ
সর্বশেষ খবর