ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সিটি কর্পোরেশন কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কিন্তু এ থেকে প্রতিকারে আমরা স্থায়ী কোনো পদক্ষেপ দেখছি না। সিটি কর্পোরেশনের উচিত কার্যকরী পদক্ষেপ নেয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা চাই না ডেঙ্গুতে আর কোনো প্রাণ হারিয়ে যাক।
সংগঠনটির সভাপতি মাসুদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনকে এবং সিটি কর্পোরেশনকে আরো বেশি সচেতন হতে হবে। নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে। নিয়মিত ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর