ডিপ্লোমা চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক বিএমডিসির কালো আইন ২০১০ বাতিল সহ চার দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নোয়াখালীতে কর্মরত ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটসে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় নোয়াখালী নোয়াখালী ম্যাটসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো: নুরুন নবী বলেন, বিএমডিসি অ্যাক্ট এর ২০১০ এর ২৯ এর ১ ধারার কালো আইন বাতিল করতে হবে। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মতো ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে। এছাড়া শূন্য পদে নিয়োগ ও ইন্টার্ন পদ্ধতি পুনরায় চালু করতে হবে। আমরা অন্তবর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন রেখে বলছি, আমাদের সাথে দীর্ঘদিনের বৈষম্যের যাতে এবার অবসান হয় সেদিকে সরকারকে নজর দিতে হবে।
সংগঠনটির হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের। কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়িত হচ্ছেনা। আমাদের যারা ঊর্ধ্বতন আছেন তারাই আমাদের সাথে এই বৈষম্য করে আসছেন। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক।
এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক এম রহমান বাপ্পি, ছাত্র প্রতিনিধি মাজহারুল ইসলাম রাকিব সহ আরো নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর