
সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণের মাঝে বিক্রয়ের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ছাত্র-কৃষক কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় ছাত্র সমনয়কদের উদ্যোগে এ ছাত্র-কৃষক কর্নারটি চালু করা হয়েছে।
পাঁচবিবি বাজারের বারোয়ারী চত্বরে শুক্রবার সকাল ১০ টায় ছাত্র-কৃষক কর্ণারের শুভ উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চেীধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আল আমিন ফকির, আলিফ মন্ডল, রতন, নাহিদ ও রাফিউল সহ অনেকেই। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র সমন্বয়করা সরাসরি প্রান্তিক কৃষক ও আড়ৎদারদের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য গুলো কিনে জনসাধারণের নিকট সুলভ মূল্যে বিক্রয় করছেন। সুলভ মূল্যে পণ্য পেয়ে খেটে-খাওয়া সাধারণ মানুষেরা বেশ খুশি। এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন সহ সকলের প্রতি অনুরোধও করেন তারা।
ছাত্রদের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ছাত্ররা এ কার্যক্রম যতদিন চালাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর