ঢাকার কেরানীগঞ্জে ঢাকা মাওয়া হাইওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রোড ডিভাইডারের ধাক্কা দিলে সুমি আক্তার(৩০) নামের এক নারী বাস যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। নিহত সুমি শরীয়তপুরের নড়িয়া মাঝিকান্দি এলাকার মোহাম্মদ আলী মাতবরের মেয়ে। সে শরীয়তপুর থেকে ঢাকায় ফিরছিল। শুক্রবার (৮ নভেম্বর) সকাল দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর থেকে ছেড়ে আসা শরীয়তপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস(মেট্রো ব- ১৫-৩৫৪০) ইকুরিয়া এলাকায় আসার পর পেছনের চাকা পাঞ্চার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার রোড ডিভাইডারে ধাক্কা মারে। এ সময় গাড়িতে সামনের সিটে বসে থাকা সুমি আক্তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর পর স্থানীয় জনতা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১০-১২ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজধানী বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বাসের ড্রাইভারকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ড্রাইভার পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর