
জেলা শিল্পকলা অ্যাকাডেমির সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জয়পুরহাটে মঞ্চায়িত হলো চিরায়ত বাংলা নাটক বেহুলা-লক্ষিন্দর। আবহমানকাল থেকে বঙ্গভূমিতে বেহুলা-লক্ষিন্দর একটি মিথিক চরিত্র। বেহুলাকে এই বাংলায় পাওয়া যায় নানারুপে।
কখনো পূজা- অর্চনায়, কখনো প্রেমে, কখনো কৃত্যে, কখনো নাট্যে। নানা অঞ্চলে বিভিন্ন নাট্যাঙ্গিকে দেখা মেলে বেহুলার। উত্তরবঙ্গে বেহুলা উঠে এসেছে মূলত পালানাট্যে। নির্দেশনা ভাবনায় এই প্রযোজনায় পালা নাট্য আঙ্গিকে প্রাধান্য দেয়া হয়েছে একজন নারী হিসেবে বেহুলার প্রেম, ত্যাগ ও বিজয়া রূপ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বেহুলা-লক্ষিন্দর নাটকের উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। নাটকটি নির্দেশনায় ছিলেন ইমরুল আসাদ, মঞ্চ পরিকল্পনায় আশরাফিয়া ইসলাম তোশিবা, কোরিওগ্রাফি খালিদ হাসান মিলু, আবহ সংগীত সূর্যসেন সাহা কনক ও বুলবুল, বাংলা ঢোল বিজয় সরকার, দোতারায় শিমুল হোসেন, জিপসিতে জেসমিন আক্তার।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মনীষা ঘোষ, একামণি ঘোষ, ফাহিমা পলি, শিমুল ইশরাত, বুলবুল হোসেন, জেসমিন আক্তার, শিমুল, খালিদ, আখতারুজ্জামান রিশাত, আকাশ ও জেরিন। নাটকটি সার্বিক সমন্বয়কারী ছিলেন জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান। বিপুল সংখ্যক দর্শক চিরায়ত বাংলা নাটক বেহুলা-লক্ষিন্দর নাটকটি উপভোগ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর