
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় রাজাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সে মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নওশের আলীর ছেলে।
জানা যায়, সে সাইকেল নিয়ে জমি দেখতে যায়। জমি দেখে বাড়ী ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকা হয়ে ছেড়ে আসা বগুড়াগামী রিজভী পরিবহণ (ঢাকা-মে-ব-১৫-৬৭১৯) বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, বাস ও বাস চালক মিঠুকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর