
জয়পুরহাট পৌর শহরের মুসলিমনগর এলাকায় শুক্রবার রাত দশটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকার রায়হান বীজ ভান্ডারের গুদাম আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, রাত প্রায় দশটার দিকে গুদাম আগুনে জ্বলতে দেখে তারা গুদাম মালিক বেলাল শেখকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গুদাম মালিক বেলাল শেখ বলেন, গুদামের ভিতরে বিভিন্ন ধরনের সবজির বীজ ছিল। আগুনে সেইসব বীজের লেভেল গুলো আগুনে পুড়ে গেছে। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তিনি তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি। শত্রুতা করে কেউ গুদামে আগুন দেওয়া হয়েছে মর্মে অভিযোগ করেন তিনি ।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত দশটা ৫ মিনিটে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । গুদামের ভিতরে বিভিন্ন ফসলের বীজ ছিল বলে জানা গেছে । দরজা একটা হওয়ায় ধোঁয়া বের হতে পারছিল না। গুদামে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাও ছিল না। এজন্য আগুন নেভাতে সময় লেগেছে। আগুনের উৎস তিনি বলতে পারেননি। তবে উৎস ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর