ঝিনাইদহের মাটির সাথে আপনাদের কথা বলতে হবে, মাটি আপনাদের সাথে কথা বলবে- ঝিনাইদহ জেলা জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন।
শনিবার (৯ নভেম্বর ) সকাল ৮ টায় ঝিনাইদহ আল-হেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমিরের শপথ গ্রহণ ও মজলিসে শূরার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাও. আলী আজম মো. আবু বকর। প্রধান অতিথি মোবারক হোসেন জেলা আমির মাও.আলী আজম মো. আবু বকরকে শপথ পাঠ করান।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ইনফরমেশন দিত এভাবে, জামায়াতে ইসলামীকে রুট আউট করে দেয়া হয়েছে। কাজেই এই জামায়াতের বাংলাদেশে দাঁড়িয়ে উঠার মতো শক্তি আর সাহস নাই। তারা মনে করতো ইসলামী ব্যাংককে কবজা করে জামায়াতে ইসলামীর অর্থকে শেষ করে দেয়া হয়েছে। সুতরাং জামায়াতের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু বাস্তবে জামায়াতের অবস্থা তার ভিন্ন প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, মানুষকে আমরা আস্থার জায়গায় আনতে পেরেছি। মানুষও আমাদের স্বপ্ন দেখাচ্ছে। মানুষ বলছে আমরা অনেক দল দেখেছি এবার আমরা জামায়াতকে দেখবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ ড. আলমগীর বিশ্বাস। পরে তিনি জেলার শুরা সদস্য নির্বাচন পরিচালনা করেন। জেলার নারী ও পুরুষ রুকনগণ জেলার শুরা সদস্য নির্বাচনের লক্ষ্যে ভোট দেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাও. আব্দুল আওয়াল।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর