সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার আওতাধীন ভাঙ্গুড়া রেলওয়ের সামনে রেললাইনে আন্ত:নগর ট্রেন চিত্রা এক্সপ্রেসের নীচে কাটা পড়ে এক যুবক মারা গেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। যুবকটির বয়স আনুমানিক ১৮-২০ বছর। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। গালি গা ছিল তবে পড়নে সবুজ ও ধূসর রঙের ট্রাউজার পরিহিত ছিল। মরদেহটি বর্তমানে সিরাজগঞ্জ জিআরপি থানা হেফাজতে রয়েছে।
এছাড়াও গত ১১অক্টোবর সকাল ৯টায় লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের অদূরে ভংকীরোড এলাকায় ট্রেন দুর্ঘটনায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা যায়। পরে পুলিশ রেললাইনের পাশে ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করেন। ব্যক্তিটির উচ্চতা ৫ ফুট ৬ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার, মুখে ছোট গোপ ও ছোট কালো দাড়ি রয়েছে। গায়ে লাল খয়েরি গোল গলার গেঞ্জি ও পড়নে কালো রঙের টাওজার ছিল।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মো.ছাইফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনায় নিহতের মরদেহ শনিবার দুপুরে উদ্ধারের পর সিরাজগঞ্জ জিআরপি থানা হেফাজতে রাখা হয়েছে।
অন্যদিকে ১১অক্টোবরের দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। যদি কোন ব্যক্তি মরদেহ দুটির পরিচয় জানতে পারেন তবে সিরাজগঞ্জ জিআরপি থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর