![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা তিন আরোহী প্রাণ হারিয়েছেন, এবং আহত হয়েছেন আরও একজন। এই দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১০ নভেম্বর) রাত ২:৪৫ মিনিটে, কালিয়াকৈর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।
নিহতরা হলেন টাঙ্গাইলের সখীপুর থানার আন্দি পাড়া গ্রামের মো. সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩), মধুপুর থানার চাকন্দবির বাড়ির মোহাম্মদ সৈয়েদ আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩০), এবং সখীপুর থানার আন্দি পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর ছেলে মোহাম্মদ জুয়েল মিয়া (৩২)।
তাদের মধ্যে নাসির ঘটনাস্থলেই মারা যান, মুসলিম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, তারা প্রাইভেট কারে করে তাদের এক বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। রাতের আঁধারে, তাদের প্রাইভেট কারটি গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের কাছে পৌঁছে। ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী ‘আল বারাকা পরিবহণ’ নামের একটি বাসের সাথে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের প্রচণ্ড ধাক্কায় প্রাইভেট কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে নাসিরের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত মুসলিম উদ্দিন এবং জুয়েলকে স্থানীয় হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। আহত অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ দুর্ঘটনার শিকার প্রাইভেট কার এবং বাসটি আটক করেছে, তবে বাসটির চালক এবং সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর