‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে “গনপ্রকৌশল দিবস ২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি’র) ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকা পালিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আইডিইবি বাগেরহাট জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়। পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইডিইবি বাগেরহাট জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ তানজির হোসেন, কাউন্সিলর আহসানুল আলম, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহজাহান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বাগেরহাট জেলা শাখার বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, এস.এস.সি. (ভোক) হাইস্কুলে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর