শেরপুরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের থানা মোড় মুক্তমঞ্চ চত্বরে শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন তৌহিদুর রহমান, মুরশেদ জিতু, ফুয়াদ তুহিন, নিলয় আহমেদ, মনিবুল ইসলাম, আয়ন খান প্রমুখ।
বক্তারা বলেন, পতিত স্বৈরশাসক আওয়ামী লীগ ও তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। সেইসাথে তারা জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আমরা সর্বদাই মাঠে থাকবো। সেইসাথে তাদের বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর