নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কার্যক্রম রুখে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, ছাত্রনেতা আ:মমিন, মেহেদী হাসান ,বিল্টু , রিনভি, রওজাতুল, সজীব, আদনান সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ১৬ বছর দেশের গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, স্বৈরাচারী আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়। তাদের বিচার বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার নাই। সে অধিকার জনগণ দিবে না, তাদের এদেশে আনা হবে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এই খুনি হাসিনা বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর