খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবগঠিত কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার কক্ষে শুরু হওয়া দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাদরাসার শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে ১৪ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে বিকাল ৩টায় নবগঠিত উপজেলা কমিটির শপথ গ্রহণ ও হিফুজল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল আল-ফরিদীর সঞ্চালনায় ও মাওলানা মো. ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা সভাপতি ক্বারি মো. ওসমান গণি। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন বিন সুরুজ, আবদুর রহিম ফারুকী, জালিয়াপাড়া মাদরাসার পরিচালক মুফতি নোমান, মানিকছড়ি দারুল ইহসান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীন, তিনটহরী মহিলা মাদরাসার পরিচালক মুফতি রমিজুল করিম, তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন ও অর্থ-সম্পাদক মুফতি মাঈন উদ্দিন জামিল প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর