ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে উদ্যোক্তা ছাড়াই চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এনিয়ে ইউনিয়ন পরিষদের সচিব মাহবুব রহমান, ইউনিয়ন পরিষদের কর্মচারী এবং সাধারণ সেবা গ্রহীতারা চরম ভোগান্তির কথা উল্লেখ করেছেন।
৫ই আগস্ট আ'লীগ সরকারের পতনের পর এই ইউনিয়নের সাবেক উদ্যোক্তা মীরু পালিয়ে যায়। এরপর এ ইউনিয়ন পরিষদে নতুন কোন উদ্যোক্তা নিয়োগ হয় নাই। ফলে উদ্যোক্তা সংকটে সচিব দিয়েই চলছে নিয়মিত কার্যক্রম।
এতে সচিব মাহবুব রহমান বিরক্তি প্রকাশ করে বলেন, একটি ইউনিয়নে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রমে একদিন বহু আবেদন করতে হয়। এতে একক ভাবে এক ব্যক্তি দিয়ে পরিষদ পরিচালনা করা সম্ভব নয়। এ বিষয়ে আমি ইউএনও এবং এসিল্যান্ডের সাথে কথা বলেছি।
ইউনিয়নে সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, একটি কাজ করতে এখন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। পূর্বে এ সমস্যা হত না।আগের উদ্যোক্তা মীরু অতি আ'লীগ এবং বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে পড়ায় তিনি নিজ হতে সরকার পতনের পর পরিষদে আসেন না।এখন এখানে নতুন একজন উদ্যোক্তার প্রয়োজন।
এ বিষয়ে কাজিরবাগ ইউনিয়নের প্রশাসক এবং সহকারী ভূমি কর্মকর্তা সজীব তালুকদার প্রতিবেদককে জানান, বিষয়টি ইউনিয়ন সচিবের মাধ্যমে আমি জেনেছি। এখানে নতুন উদ্যোক্তার জন্য সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার তালুকদার জানান, নতুন উদ্যোক্তার বিষয়ে এখানে দায়িত্বরত প্রশাসক নতুন লোক দেওয়ার প্রয়োজন মনে করলে দিতে পারেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর