খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক কর্মী নিহত হয়েছে। নিহত ইউপিডিএফ কর্মীর নাম মিটন চাকমা (২৪)। সে জেলার দীঘিনালা উপজেলার উদালবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা।
পানছড়িতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
প্রেস বিবৃতিতে নিরন চাকমা বলেন, 'দুপুর ১২টার সময় খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন।
এদিকে এ হত্যাকাণ্ডের সাথে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জেএসএস সন্তু গ্রুপ। এটি ইউপিডিএফের অন্তঃকোন্দলের ফলে হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। এসময় সুষ্ঠু তদন্তেরও দাবি জানান জেএসএস সন্তু গ্রুপের নেতারা।
প্রেস বিবৃতিতে নিরন চাকমা জানান, 'মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তিনি পানছড়িতে ইউপিডিএফ ও গণসংগঠনের কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও অনেক বাধা-বিপত্তি মোকাবিলা করে জীবনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে তার ওপর অর্পিত পার্টিগত দায়িত্ব আন্তরিকভাবে পালন করে যান।'
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, 'আমরা পানছড়িতে গোলাগুলিতে নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর