বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে মায়ানমারের ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে। বর্তমানে এদের সীমান্ত এলাকা থেকে আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করায় এরা বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।
বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাবেদ জানান বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মায়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মায়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানিয়েছেন আটকৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে সেখানকার রোহিঙ্গারা বিভিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর