
নাব্যতা সংকট কাটিয়ে দীর্ঘ ৬১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে ডুবোচরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর আরিচা থেকে কাজীরহাটের উদ্দেশ্যে ৯টি যানবাহন নিয়ে ফেরি ধানসিঁড়ি রওনা হয়।
আরিচা পয়েন্টে প্রায় তিন শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে আছে। পর্যায়ক্রমে যানবাহনগুলোকে পারাপার করা হবে বলে জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর