
ঢাকার কেরানীগঞ্জে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ফাতেমা কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা এলাকার বাদশা মিয়ার মেয়ে ও স্থানীয় রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে তার নিজ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, সকালে বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া অটোরিকশা ফাতেমাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশা চালক আব্দুর রশিদ (২৮) কে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর