
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক উদ্যোগের কার্যকারিতা নিয়ে জনমত যাচাই: একটি ‘পালস সমীক্ষা’ নামক সার্ভের ফলাফল প্রকাশ করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অর্থনীতি বিভাগ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে এইউবি'র সেমিনার হলে এই ফলাফল প্রকাশ করা হয়।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের উদ্যোগে অন্তবর্তীকালীন সরকারের অর্থনৈতিক উদ্যোগের মাঠ পর্যায়ে একটি সার্ভে পরিচালিত হয়। শহর ও গ্রাম মিলিয়ে বিভিন্ন শ্রেণি পেশার বিভিন্ন বয়সী ৪ হাজার ৮৬০ জন মানুষ অংশ গ্রহণ করেন এ সার্ভেতে। যার মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী। সুনির্দিষ্ট ১৫টি প্রশ্ন করা হয় তাদেরকে। প্রশ্নের উত্তরে যে মতামত দিয়েছেন সার্ভেতে অংশগ্রহণকারীগণ, তার আলোকে এ ফলাফল তৈরি করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইউবি'র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন এইউবি'র ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল।
পাচারকৃত টাকা দেশে ফেরানো, বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে লুটে নেওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার, অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের সরাসরি অংশগ্রহণ, দেশের ব্যাংকিং খাত ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে কেন্দ্রিয় ব্যাংকের শক্তিশালী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর