
নাটোরের সিংড়ায় সততার সাথে, সত্যের পথে স্লোগান সামনে রেখে সিংড়া মডেল প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় সিংড়া উপজেলা প্রশাসনিক ভবনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডি বি সি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাশরিফুল ইসলাম, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, গণঅধিকার পরিষদ সিংড়া উপজেলা সমন্বয়ক মেহেদি হাসান মামুন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, রনজু আহমেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক রবিন খান প্রমুখ।
বক্তারা রাষ্ট্রের ৪র্থ হিসেবে সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং মাদক, সন্ত্রাসসহ সামাজিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর