শেরপুরের নালিতাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- ওই এলাকার আয়নাল হক ও জুয়েল হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার একটি বাড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি ঘরের বিভিন্নস্থানে লুকিয়ে রাখা ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়। এসময় গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়নাল হক ও জুয়েল হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকার বেশি বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানান।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর