গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ব্যবহার বন্ধ হলেও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১, নন্দীগ্রাম জোনাল অফিসে এখনও বঙ্গবন্ধুর ছবি যুক্ত ও শেখ হাসিনার স্লোগান লেখা প্যাডে গ্রাহকদের নোটিশ পাঠানো হচ্ছে।
এতে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে। রবিবার (১০ নভেম্বর) এমন একটি নোটিশ হাতে পান উপজেলার হাটুয়া গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক সবুজ কুমার সরকার।
তিনি বলেন, বিদ্যুৎ অফিসে আমার একটি গভীর নলকূপের আবেদন ছিল। রবিবারে অফিস থেকে একটি নোটিশ পাই। নোটিশ লেখা হয়েছে বঙ্গবন্ধুর ছবি ও শেখ হাসিনার স্লোগান লেখা প্যাডে। আমি মনে করি আওয়ামী লীগের দোসররা এখনও নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস চালাচ্ছে। কর্তৃপক্ষের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার।
এ বিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১, নন্দীগ্রাম জোনাল অফিসের ডিজিএম মো: শাহাদাৎ হোসেন বলেন, একজন গ্রাহকের কাছে ভুলক্রমে আগের প্যাডে নোটিশ গেছে। এটি আসলে অনিচ্ছাকৃত ভুল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর