
রাজবাড়ীর পাংশায় মায়ের উপর অভিমান করে ইদুর মারা ট্যাবলেট খেয়ে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১ টা ৩০ মিনিটে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল ১১ নভেম্বর রাত ৮ টায় সে ইদুর মারা ট্যাবলেট খায়।
মৃত শিক্ষার্থী হলেন, উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের মোঃ আলাল মন্ডলের মেয়ে মোছাঃ আকলিমা খাতুন। সে হাবাসপুর কাশিম বাজার রাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাংশা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে থানা সুত্রে জানা গিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর