নবগঠিত অর্ন্তবর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঐসব উপজেলার বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি শহরের কোর্টবিল্ডিংস্থ একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, জুরাছড়ি উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট রাজীব চাকমা, কাউখালী উপজেলার বাসিন্দা মোঃ জসিম উদ্দিন, মো: তারামিয়া, বরকল উপজেলার বাসিন্দা পুলিন বিহারী ও এমদাদ হোসন প্রমুখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, প্রথম বারে মতো জেলার অতীব গুরুত্বপূর্ণ চারটি উপজেলা কাউখালী, বরকল,জুরাছড়ি ও রাজস্থলী থেকে কোনো প্রতিনিধি না রেখে উপজেলাবাসীকে বঞ্চিত করে বৈষমমুলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। যা রাঙ্গামাটি জেলাব্যাপী জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়াও জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে বেশির ভাগ সদস্য জন বিচ্ছিন্ন এবং পতিত সরকারের দলীয় সুবিধাভোগী। একই পরিষদে পরিবারের একাধিক সদস্য এবং হত্যা মামলা চাজর্শীটভুক্ত পলাতক আসামী রয়েছে। যা বর্তমানে অর্ন্তবর্তীকালীন সরকারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়।
সুতরাং পুনর্গঠিত অর্ন্তবর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদেও মনোনীত সদস্যদের নিয়োগ বাতিলপূর্বক কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার প্রতিনিধিত্বমূলক সদস্য নিয়োগ দিয়ে অর্ন্তবর্তীকালীন রাঙ্গামাটি পার্র্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে নতুনভাবে প্রজ্ঞাপন জারীর জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর