কুমিল্লার দাউদকান্দিতে সুমন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন পাশের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মো. সরোয়ার হোসেন।
তিনি জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। গায়ের শার্ট দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
নিহত সুমনের বোন পারভীন ও ইয়াসমিন জানান, আমার ভাই এ মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি ছিলো। সে কখনও ফাঁসি দিতে পারে না। তাকে কেউ না কেউ মেরে ফেলছে।
নিহতের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী ফাঁসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলাই(ঝুলিয়ে) রাখছে দাবী করে বলেন আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবো গো বলে বিলাপ করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর