জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অগ্নিবীণা হলের নতুন প্রভোস্ট হিসেবে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: হারুনুর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হারুনুর রশিদকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়ার তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে যোগদানের তারিখ তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য মো. হারুনু্র রশিদকে অগ্নিবীণা হলের হল প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।যোগদানের তারিখ হতে তার এই নিয়োগ কার্যকর হবে।
এদিকে একই দিনে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলমকে অগ্নিবীণা হলের হাউজ টিউটর হিসেবে এবং মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি ও ইসই বিভাগের প্রভাষক সামান্থা ইসলামকে যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য দোলন-চাঁপা হলের হাউজ টিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তারা সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।যোগদানের তারিখ হতে তাদের এই নিয়োগ কার্যকর হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর