ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন চলছে। আবেদনে ভর্তিচ্ছু আবেদনকারীরা এসএমএস জনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে অন্য অপারেটর বেছে নেওয়ার তাকিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, রবি/এয়ারটেল গ্রাহকদের এসএমএস কারিগরি সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাচ্ছে না। এজন্য আমরা দুঃখিত। সমস্যাটি সাময়িক; সমাধান হয়ে গেলে পুনরায় রবি/এয়ারটেল ব্যবহার করা যাবে। আপাতত অন্য অপারেটরের মোবাইল ফোন হতে এসএমএস করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এদিকে ভর্তির আবেদন ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আবেদনকারীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর