
১৯৭০ সালের ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানিয়েছে বরগুনার উপকূলের জনগণ। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বিভিন্ন সামাজিক সংগঠন আয়োজিত বরগুনা ও পাথরঘাটায় ৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতের স্মরণে আয়োজিত স্মরণ সভা থেকে এলাকাবাসী সরকারের প্রতি এ দাবী জানান।
মঙ্গলবার (১২ নভেম্বর) বরগুনা নাথপট্রি লেকে উপকূল রক্ষায় আমরা নামের সংগঠন সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন, ও স্মৃতিচারণ সভার আয়োজন করে। সাংবাদিক চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সাংবাদিক হাসান ঝন্টু,সিপিবির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, সাংবাদিক আরিফ রহমান, আতিকুর রহমান সাবু প্রমুখ।
একই দাবিতে বরগুনার পাথরঘাটায় আজ সকালে একই দাবিতে পাথরঘাটা ও তালতলিতে পৃথক পৃথক সমাবেশের আয়োজন করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর