
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে একচেটিয়া অঞ্চল প্রীতির অভিযোগ তুলে অবিলম্বে রংপুর-রাজশাহী থেকে উপদেষ্টা নিয়োগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করবেন উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতা। এসময় দাবি না মানলে উত্তরবঙ্গে ব্লকেডের হুঁশিয়ারি দেওয়া হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঢাবিসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস আই শাহীন বলেন, রংপুর-রাজশাহীর মানুষের কি সরল? যারাই এসেছে সরকারে তারাই এই অঞ্চলের মানুষকে অবহেলা করেছে। আমরা চাই শহীদ আবু সাঈদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে হলেও অবিলম্বে উত্তরবঙ্গের দুই বিভাগ রাজশাহী ও রংপুর থেকে অবিলম্বে উপদেষ্টা নিয়োগ চাই।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন বলেন, এই দেশ ও দেশের মানুষের জন্য আমরা অধিকার আদায়ের জন্য সব সময় আগে ঝাপিয়ে পড়ে। জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু প্রথম শহীদ হন সেই উত্তরবঙ্গেই। আবু সাঈদের বুক চেতিয়ে দেওয়ার পরপরই এই আন্দোলন আরো তীব্রতর হয়ে ওঠে। এমন আত্মত্যাগের পরেও বৈষম্যহীন বাংলাদেশেও বৈষম্যের স্বীকার হয়ে আসছে উত্তরবঙ্গের মানুষ, অবিলম্বে আমরা এই বৈষম্যের নিরসন চাই। আবু সাঈদের মাটিতে কোনোভাবেই বৈষম্য মানা হবে না।
যমুনা সেতু ব্লকেড করে উত্তরবঙ্গকে ব্লকেড করার হুঁশিয়ারি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, সচিবালয়ে কোন সচিব নেই; মন্ত্রণালয়ে উত্তরবঙ্গের কোন প্রতিনিধি নেই। বাংলাদেশের দুইটি বিভাগ বাদ দিয়ে বাংলাদেশের উন্নতি সম্ভব না। আমি সরকারের কাছে বলতে চাই যেন রংপুর ও রাজশাহী থেকে দুই-দুই করে মোট চারজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো, বৈষম্যহীন বাংলাদেশকে কোনোভাবেই এ বৈষম্য মেনে নেয়া হয়।
এসময় তিন দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রনয়ণে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে; সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টার কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিক জনসম্মুখে প্রকাশ করতে হবে; বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে পরবর্তীকালীন সরকারে রাখা যাবে না ও পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর