ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থী আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় এস এম শামীম (২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। ভুয়া পরীক্ষার্থী শামীম, বিকুল (১৯) রোল-৫৫১০৬৩৬ সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালে পুলিশের হাতে আটক হয়।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম (২৮) কোতোয়ালি থানার মুরারীদহ গ্রামের বিল্লাল শেখের ছেলে। সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারের সাথে ১০ হাজার টাকা চুক্তিতে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে সম্মত হয়।
আটকের পর আসামীর দেহ তল্লাশি করে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস (যার গায়ে কাগজের লেভেল লাগানো নাম্বার ও নামসহ Master Card লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায় বলে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর