নড়াইলের লোহাগড়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিরান শেখ (২৮) ও জুয়েল মোল্যা (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রামপুর কচুবাড়িয়াগামী পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরান লোহাগড়া থানার রামপুর (নিরিবিলি পার্ক পাড়া) গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে ও জুয়েল মোল্যা একই গ্রামের আক্তার মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মো.টিটু আলি,এসআই মো.অহিদুর রহমান ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের অন্তর্গত নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পার্শ্বের ২নং গেটের সামনে রামপুর কচুবাড়িয়াগামী পাকা রাস্তার উপর থেকে মিরান শেখ ও জুয়েল মোল্যাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের নিকট থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন,এ সংক্রান্ত লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
শাকিল/সাএ
সর্বশেষ খবর