জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন এর একগুঁয়েমি মনোভাব ও অবহেলায় অসহায় বন্যার্তদের চাল খেলো পোকা মাকড়ে। শতাধিক গরীব পরিবারের জন্য এক মেট্রিক টন চাউল বিতরণ না করে নষ্ট করার অভিযোগ তার বিরুদ্ধে। গত বুধবার উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদে এ ঘটনা দেখা গেছে।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় চলতি বছরের জুলাই মাসে শতাধিক বন্যার্তদের জন্য এক মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন স্থানীয় প্রশাসনকে চাল বণ্টনের বিষয়টি নিশ্চিত করেন বলে জানাগেছে। কিন্তু ইউনিয়ন পরিষদে মেম্বারের তদারকির কারণে চালগুলো বিক্রি বা কোন ব্যবস্থা করতে না পারায় পরিষদের কক্ষে পড়ে থাকে। বর্তমানে বস্তাবন্দি চালগুলোর ভিতরে পোকা মাকড়ের কারণে চাউল গুলো খাবার অনুপযোগী হয়ে পড়ছে। এ ঘটনায় সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ইউপি সচিব রাসেল মাহমুদ জানান, আমি পরিষদে নতুন দ্বায়িত্ব পেয়েছি। চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের কারণে চালগুলো বিতরণ করা হয়নি। চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, ‘চাল বরাদ্দের পরপরই জুলাই-আগস্টে আন্দোলন শুরু হয়। তারপর থেকে পরিষদে আমরা যেতে পারি না। তাই বরাদ্দের চালগুলো বিতরণ করতে পারছি না।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চালগুলো বিতরণ করা হয়েছিল বলে তাকে জানিয়েছিলেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জুলাই মাসে পরিষদে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। বিতরণ না করে থাকলে এর দায় ইউনিয়ন পরিষদকে নিতে হবে। তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানান তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর