খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে অসহায়-হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে গুইমারার বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের আয়োজন করে সিন্দুকছড়ি জোন।
২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, সৌর বিদ্যুৎ, ঢেউটিন, সেলাই মেশিন, স্প্রে মেশিন, শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ৩৬২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেন।
বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, পার্বত্যঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার, ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর