জয়পুরহাট শহরের শত বছরের পুরোনো ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালিমন্দিরে চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে চোরের দল মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে সোনা ও চাঁদির গহনাসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।
মন্দির কমিটির সভাপতি রামকমল সাহা জানান, এক’শ বছরের পুরাতন ওই কালিমন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের পুরোহিত যথারীতি পূজা অর্চনা শেষ করে বাড়ি চলে যান। বুধবার (১৩ নভেম্বর) ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে গেটের তালা ভাঙ্গা দেখে তিনি বিষয়টি কমিটিকে অবহিত করেন। চোরের দল মন্দিরের বাউন্ডারি দেয়ালের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙ্গে যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়। তারা মন্দিরের কালি দেবতার ১০০ ভরি ওজনের কোমরের বিছা যার দাম প্রায় দুই লাখ টাকা, সোনার তৈরি দেবতার টিকলি, জিহ্বা ও নাকের নথ যার দাম এক লাখ ৩০ হাজার টাকা এবং পূজার বাসন সামগ্রী চুরি করে যার দাম প্রায় দশ হাজার টাকা বলে দাবি করা হয়।
ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালিমন্দির কমিটির সভাপতি রামকমল সাহা আরও জানান, বাউন্ডারির গ্রীল কেটে ও গেটের তালা ভেঙ্গে চোরের দল কালি প্রতিমার সোনা ও চাঁদির গহনাসহ তিন লাখ চল্লিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন,'পুরো ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর