তাবলিগ-জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে বিগত ৭ বছর যাবত প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদপন্থিরা। এখন পুরো কাকরাইল মসজিদ অবৈধ দখল করে ১৫ নভেম্বর থেকে অবস্থান নিতে চায় জুবায়েরপন্থিরা।
বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাদ অনুসারীরা।
তারা আরও বলেন, অপরদিকে কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতেই জুবায়েরপন্থিরা সারা বছর মাদরাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন। কিন্তু হেফাজতপন্থি আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থিরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ি সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছি আমরা।
এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মুসল্লি ও তাবলীগের সাথীরা। তারা আজকের সংবাদ সম্মেলন থেকে মনে করছেন, সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার। আলেম-ওলামারা এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমা ও সারা দেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে সংঘাত হবে না।
শুক্রবার থেকে মাওলানা সাদপন্থিদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও গতকাল সংবাদ সম্মেলন করে শক্তি প্রদর্শন করে কাকরাইল দখলে রাখার ঘোষণা দিয়েছে মাওলানা জুবায়েরপন্থিরা। তাদের সঙ্গে যোগ দেবে হেফাজতে ইসলাম ও কওমি মাদরাসার ছাত্ররা। তবে তাবলিগের সাদ অনুসারীরাও কয়েক লাখ লোকের জমায়েতের মাধ্যমে তাদের জনশক্তি জানান দিয়ে কাকরাইল মসজিদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এমতাবস্থায় সরকার যদি শক্ত ভূমিকায় অবতীর্ণ না হয়, তাতে দুপক্ষে ব্যাপক সংঘাতের পাশাপাশি দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়বে। এমনটি ঘটলে এই মুহুর্তে দেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরবে পতিত শক্তি।
উল্লেখ্য, তাবলিগ ইস্যুতে আলেমদের যে অংশটি এখন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে তারা সবাই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন। বিশেষত মঙ্গলবার (১২ নভেম্বর) প্রেসক্লাবে সংবাদ সম্মেলেনে যারা উপস্থিত ছিলেন তারা সবাই আওয়ামী সরকারের বিশ্বস্ত দোসর এবং ধর্মীয় সেক্টরে আওয়ামী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছেন। হঠাৎ করে তাবলিগের মীমাংসিত ইস্যু নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পেছনে কোনো শক্তির ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখার দাবি রাখে। এরাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আতাত করে বিগত ৭বছর তাবলীগের বিশ্ব আমীর মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসতে দেয় নি। কাকরাইল পুরো বছর দখলে রেখেছে। লাগাতার ৭বছর বিগত সরকারের সহযোগিতায় এরা প্রথম পর্ব ইজতেমা করে আসছে। এরাই ২৩ জুলাই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য বিগত সরকারের সঙ্গে শান্তি বৈঠক করে।
গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম এর যুগ্ন মহাসচিব হেফাজত নেতা মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুন মহাসচিব ফজলুল করিম কাসেমী, দলের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, হেফাজতের সংগঠনিক সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জহির ইবনে মুসলিম।
তাবলীগের কয়েকজন আলেম এটিও প্রশ্ন তুলেন, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া হেফাজত ও জমিয়তে আওয়ামী ও ভারতপন্থী হিসেবে পরিচিত। ২০২১ সালে আলেমদের ধরপাকড়ের সময় হেফাজত ও জমিয়তে সরকারের সঙ্গে মূল লিয়াজুকারী ছিলেন তিনি। ওই সময় হেফাজতের আওয়ামীবিরোধী নেতাদের বাদ দিয়ে সরকারঘনিষ্ঠ হেফাজতের কমিটি প্রণয়নে তার ভূমিকা ছিল ব্যাপক। এ ছাড়া ভারতের মাদানী পরিবারের বাংলাদেশে আমন্ত্রণকারী হিসেবে ভারতীয় দূতাবাসের বিভিন্ন এসাইনমেন্ট বাস্তবায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২১ সালে আরশাদ মাদানীর সফরের সময় র-এর ষ্টেশন চিফকে আরজাবাদ মাদ্রাসায় নিয়ে আরশাদ মাদানীর সঙ্গে বৈঠক করিয়েছিলেন বলে তার বিষয়ে অভিযোগ রয়েছে।
মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ২০২০ সালে মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃতুর পরপরই বারিধারা মাদ্রাসা থেকে আওয়ামী সংশ্লিষ্টাতার অভিযোগে বহিষ্কার করেন বর্তমান প্রিন্সিপাল ও হেফাজত নেতা মুনির কাসেমী।
মুফতি কিফায়াতুল্লাহ আজহারী বৃহত্তর উত্তরায় আওয়ামী এমপি হাবিব হাসানের খলিফা ও জহির ইবনে মুসলিম সদ্য সাবেক এমপি খসরু চৌধুরীর খলিফা বলে আলেমদের মধ্যে পরিচিত বলেও তারা অভিযোগ করেন। সর্বশেষ ৭ জানুয়ারীর প্রহসনের ভোটে এ দুইজন দুই প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে কাজ করেছেন। পতিত ফ্যাসিস্টদের প্ররোচণায় ধর্মীয় দাঙ্গা লাগানোর কোনো ষড়যন্ত্র চলছে কি না তা খতিয়ে দেখা অতীব প্রয়োজন।
রার/সা.এ
সর্বশেষ খবর