
জেলা শহরের খনজনপুর-পাঁচবিবি সড়কের হাতিল মাংনীপাড়া এলাকায় চালককে জবাই করে ব্যাটারি চালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে।
পুলিশ জানায়, হাতিল মাংনীপাড়া এলাকায় রাস্তার পাশে আখ ক্ষেতের মধ্যে থেকে দিলিপ চন্দ্র (৫২) নামে এক ব্যাটারিচালিত রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দিলিপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি পানিতলা আশ্রয়ণ প্রকল্পের মাখন চন্দ্রের ছেলে বলে জানান, ৫ নং ওয়ার্ড মেম্বার রানা হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে খাওয়া শেষে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সে নিয়মিত রাতের বেলা শহরে রিকশা চালিয়ে সকালে বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার সকালে লোকজন হাঁটতে গিয়ে শহরের হাতিল মাংনীপাড়া এলাকায় একটি আখক্ষেতের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায় হাতিল মাংনীপাড়া এলাকায় আখক্ষেতের পাশে একটি মরদেহ পরে আছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর