
জেলা টাস্ক ফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। দণ্ডিতরা হলো, চুয়াডাঙ্গা শহরের বিগবাজার ও শহরের কলেজ রোডের মেসার্স সাদিক এন্টারপ্রাইজ। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা খুশি খাতুন বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিগবাজার থেকে ৬ বোতল জুস কেনেন। বাড়ি নিয়ে ওই জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে খুশি খাতুনের দুই মেয়ে জারা মনি (৬ বছর) ও তানহা (দেড় বছর)। পরে খুশি খাতুন লক্ষ্য করেন বিগবাজার থেকে বিক্রি করা জুস ছিল মেয়াদোত্তীর্ণ। অসুস্থ দুই শিশু কন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে। বৃহস্পতিবার সকালে খুশি খাতুন চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী টিম বিগবাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং বিগবাজারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিগবাজারের কাছে বিক্রেতা মেসার্স সাদিক এন্টারপ্রাইজকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা পণ্য বিনস্ট করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে অভিযানে সহায়তা করেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একদল সেনাসদস্য, ক্যাব ও ছাত্র প্রতিনিধি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর