
খুলনার পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান- উপ-পুলিশ পরিদর্শক সবুজ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন, মাসুদুর রহমান, সংগীয় ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন।
আসামিরা হলো- উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের অনাদি মন্ডলের ছেলে ২০২১ সালের খুলনা দায়রা জজ আদালতের সাজাপ্রাপ্ত নির্মল চন্দ্র মন্ডল (৪৭) এবং পরোয়ানার আসামিরা হলেন একই এলাকার মো. বিল্লাল মোল্যার ছেলে মো. ইকরামুল মোল্যা (২২) ও চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন গাজীর ছেলে মো. রবিউল ইসলাম (৪৭)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর