
বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে বুধবার (১৩ নভেম্বর) রাতে স্বামী- স্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি করতে ব্যর্থ হওয়ায় স্রী ফাতেমা বেগম (৬৮) কে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বামনা থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ এবং গ্রামবাসীর নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১২ টার দিকে কয়েকজন লোক এসে বাহির থেকে ডাকাডাকি করলে ফাতেমা বেগমের বৃদ্ধ স্বামী খোরশেদ জমাদার দরজা খুলে দেয়। এসময় কয়েকজন ঘরে প্রবেশ করে খোরশেদ জমাদ্দার (১০৫) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেঁধে ফেলে। প্রথমে খোরশেদ জমাদ্দারের পা বেঁধে পরে স্রী ফাতেমা বেগমকে বাধতে গেলে সে দুর্বৃত্তদের চিনে ফেলায় তার গলায় চিকন ফিতা দিয়ে ফাঁস দেয়া হলে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
দুর্বৃত্তরা স্টিল আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার, বেশ কয়েকটি দলিলসহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। সকালে বাড়ির অন্যরা তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দুজনকে হাত-পা বাধাসহ দেখতে পায়। পরে বামনা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ডাকাতি না চুরির ঘটনা এখনো বুঝা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
এদিকে এলাকাবাসী ধারণা করছে, খোরশেদ জমাদ্দারের ২ ছেলেই সৌদি প্রবাসী। আর ছেলেদের বউ-সন্তানরা ঢাকা থাকায় বাড়িতে খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী ফাতেমা বেগম দীর্ঘদিন বসবাস করে আসছে। টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ জায়গা জমির দলিল লুট করে নেয়ায়র ঘটনায় হয়ত পরিচিত জন এর সাথে জড়িত থাকতে পারে। ফাতেমা বেগম কাউকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
গ্রামবাসীর দাবি, এই ঘটনায় নিরীহ কাউকে জড়িয়ে পুলিশ বা কোনো মহল যেন হয়রানি না করে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি তাদের।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর