সিরাজগঞ্জ পদ্ম পুকুরে সাঁতার উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের শিক্ষক-ছাত্র ছাত্রী ও আমরা সিরাজগঞ্জবাসী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছাবিনা খাতুন ও সম্পা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সিরাজগঞ্জের ৪টি পুকুরকে সাঁতারের উপযোগী করার দাবি জানান এবং দ্রুত সংস্কারের মাধ্যমে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন কলেজের শিক্ষক-ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর