কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিদেশী নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে সোনারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন।
তবে নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি জানিয়েছেন, ওই বিদেশি পর্যটক নাকি কোনও বেসরকারি সংস্থার কর্মকর্তা তাও নিশ্চিত হওয়া যায়নি। আহত-নিহতদের বিস্তারিত তথ্য সংগ্রহরে চেষ্টা চলছে বলে জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর