সাতক্ষীরা ভোমরা সীমান্তদিয়ে ভারতে পাচারের সময় ১০পিচ সোনার বারসহ এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ফলমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত কিশোর সুমন ইসলাম (১৭)। সে সদর উপজেলার ভোমরা লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি’র কাছে খবর আসে, ভোমরা সীমান্তের ফলমোড়া এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম নামের এক ব্যক্তি পায়ে হেঁটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে।
উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২শ’ গ্রাম, যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান অধিনায়ক।
অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর